কবিতায় সুকুমার হালদার

গার্হস্থ প্রেমিক
চলে যায় সময়, সংশয়ের
সারণী বেয়ে চুপি চুপি
তোমার গোপন হৃদয়ে
বয়ে চলে পরকীয়া হাওয়া
নির্জন ঝর্নার মতো
সম্পর্কের মাকু টানাটানিতে
বদলে গেছে জীবনের জ্যামিতি
গিরিখাতে ছুঁড়ে দিয়েছি –
স্মৃতি, স্বপ্নের বাঁশী, মিলনের মলিনতা
দেহাতি রমণীদের শিরা-উপশিরা
এখন আমার শরীর জুড়ে ট্যাটু
সমস্ত হত্যাগুলো জড়ো করে
এখন আমি জবরদস্ত গার্হস্থ প্রেমিক!