কবিতায় বলরুমে সৌম্য গাঙ্গুলী (আদিত্য সেন)

নীরব প্রেম
না বলা কিছু কথা বলতে এলাম। তোমার সাথে,
তোমার হাতে হাত রেখে অজানা পথে হারাবো একসাথে!
চারিদিকে পাহাড় আর সবুজে মোড়া,
যেন মনে হয় আমরা একে অপরের পরিপূরক !
মাতাল করা হাওয়া যেন কিছু বলতে চায়!
তোমার হাতের ওই মিষ্টি ছোঁয়ায়
রামধনুর সাত রঙে মন যে হারিয়ে যেতে চায়!
নীরব প্রেমে ছিল হাজার ভালোবাসা।
বলতে না পারা প্রেমে ছিল আমার ভালোবাসা !
ঝরা পাতার আঙিনায় নিজেকে অকারণে প্রেমে হারিয়ে ফেলেছি!
সমুদ্রের ঢেউয়ের মতো বার বার নিজেকে ফিরিয়ে,
অসমাপ্ত প্রেমের সমাপ্ত করেছি।