কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

বিন্নিধানের খই
দীর্ঘ কালরাত্রির শেষে পড়ে থাকে ধুসর সময়
একলা হওয়া হিসেবের কড়িতে গ্রহণ লেগে থাকে,
নদীবাঁকের মতো বদলে যাওয়া অতীতের সোমরস,
জীবনের পান্ডুলিপিতে লেখা হয় বোহেমিয়ান জমা খরচ,
কে কতটুকু জানে বেঁচে থাকার উপায়, স্বার্থ ফুরিয়ে গেলে জ্যোৎস্নার আলোও ম্লান হয়,থার্মোমিটারে জ্বর ওঠে না, ভিতরের উত্তাপ শুধু চামড়া পোড়ায়,
কাকে কতটা ভালোবেসে পুড়ে ছিল বিন্নিধানের খই!
কৃপন সময় শুধু ফেলে যায় নোনতা চোখের জল, চোরাস্রোত ফিরে রেখে পড়ে থাকে অসংখ্য আঁশটে গন্ধওয়ালা খোলোশ,
এলোমেলো শব্দেরা নিজে থেকেই কাব্য হয়ে যায়,
গোঁসাই শুধু কবিতা লিখলেই হয়না, তাতে রক্তক্ষরণ না থাকলে বৃথাই আবাহন!