• Uncategorized
  • 0

মার্গে অনন্য সম্মান সুখেন্দু ঘোড়ই (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৩৮
বিষয় – প্রেমের ঋতু বসন্ত

বসন্ত অবগাহন

মাঘান্ত নিঃশ্বাস ছাড়িল প্রশ্বাস,উতলা ফাগুন পানে –
উতলা ফাগুন করি গুনগুন, আবরিলা দেহে মনে।
ভরা যৌবন,চঞ্চলা মন,আবেশে কহে অবসানে –
‘মাত্ তোরা আজি,চৈত্রে সাজি,বসন্ত আগমনে ‘।
তরুদল আজি, নব পল্লবে সাজি,গড়িছে নিকেতন-
অলির নাচন,প্রজাপতি দোলন,মাতিছে ভ্রমর গুঞ্জন।
আকাশ বাতাস আজি, মুখরিত রাজি কোকিলের কুহুতানে –
কৃষ্ণচুড়ার বনে লেগেছে রঙ,শিমূল পলাশ বাতায়নে ।
নীলাভ গগন,উদাসী পবন,মেঘেরা ভাসায়ে ভেলা-
মনের অন্দরে,পক্ষী বিহারে,লুকোচুরি করে খেলা।
আম্রমুকুল গন্ধে,চৈতী পবন ধন্ধে,ঘোরে চারিধার –
চঞ্চলী হিয়া উঠিল মাতিয়া,দেখি বসন্ত বাহার।
অধীর তটিনী,শ্রান্ত প্রবাহিনী,ছলাৎ ছন্দে আগুয়ান-
কাণ্ডারী আজি ভাসায়ে তরণী,ভাঁজে ভাটিয়ালী গান।
প্রেমিক- প্রেমিকা হাসি,হই উদাসী,ত্যাজে নিঃশ্বাস-
হইবে মধুর মিলন,উচ্ছ্বল যৌবন,প্রশ্বাস মধুমাস।
বসন্তে সবার হৃদয় ভরুক প্রকৃতির প্রীতি দানে –
মাতি সবে একাসনে,হোলির রঙীন তুলির টানে।
“বসন্তে ফুল গাঁথলো, আমার জয়ের মালা” –
বসন্ত উৎসবে ভাসুক সবে,মাতাক শান্তিনিকেতন মেলা।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।