কবিতায় বলরুমে শম্পা গুপ্ত

ইজেল রঙে ভরো
অন্ত্যেষ্টি শেষে পাথরে ভেঙেছে শাঁখা
মুছেছে সিদুঁর সহৃদয় জ্যেষ্ঠা,
সাদা শাড়ি তবু লাল রঙ মেখে
হয়ে ওঠে গোলাপকুসুম।
সোপানে পদচিহ্ন তার
এঁকে যায় অলক্ত রেখায়
অব্যক্ত কান্না আর অপ্রেমের ইতিহাস।
দূরে পেষণের ছবি দেখে যুবক প্রেমিক।
গরলে বিষাক্ত আজ হৃদয়ের খঞ্জর
মেয়েটি জানেনা এখনও
বলেনি গোপন প্রণয়ের কথা
চেয়েছিল সুখ শুধু ভালোবেসে,
ভালো থাক প্রেমাস্পদ।
ধবহীন বধূ প’ড়ে থাকে সমাজের কালোকুঠুরিতে।
কাটে তার অন্তহীন দিন ,
কবে অবসান হবে বিধবা যাপন।