কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

ভাঙন
একতারা ও বাউল মনের মধ্যে দূরত্ব যতটা ছিল তার চেয়েও দূরে ছিল ভেঙে যাওয়া সম্পর্ক,
খোয়াই জুড়ে ছিল ভাঙনের প্রতিলিপি,
দোষারোপের পালা শেষ হলে ছিঁড়ে যায় মনের সব নরম তার, সুর বাঁধা, সুর সাধা অসম্পূর্ণ থাকে,
কান্নাফুলের মালা গাঁথা গান তাসের ঘরের ইমারত গড়ে,
দেওয়াল জুড়ে দুর্বোধ্য হায়ারোগ্লিফিক,
ছায়াপথের মতো দীর্ঘ রাস্তার দুপ্রান্তে অপেক্ষার ইউক্যালিপটাস……
ভাঙবে জেনেও গড়তে চাওয়া ঘর গেরস্থালি ঝরতে থাকে মেঘভাঙা বৃষ্টির মতোন , শেষে হাঁটুজলে ডুবে যায় মিউচ্যুয়াল প্রতিষ্ঠানটি……..