কবিতা সিরিজে সুদীপ ঘোষাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| অদিতি
অষ্টাদশী অহরহ জেগে থাকা অব্যক্ত ভাষা
বুকে নিয়ে কাটোয়ার উত্তরা সিনেমার সামনে
বৃষ্টিতে ভিজতে ভিজতে লস্যি খাচ্ছিলো
ছাতা ফুঁড়ে বৃষ্টি ঢুকে পাহাড়ের দৃশ্যাবলী অবাক নয়ন প্রতিফলিত অতীত দেখছিলো
অতীত রক্তিম করবী আমাকে ডাকছিলো যেমন সবাইকে ডাকে…
আমি ভিজতে চাইছিলাম তিরিশ বছর আগের মতো
উত্তর আধুনিক কৌশলে ভিজতে ভিজতে
মনটা বার বার অদিতির কাছে ছুটছলো
আর বার বার লস্যিমন পান করছিলো বৃষ্টিপ্রেম…
অমায়িক গলায় তখন মোবাইলে বাজছিলো
সম্পর্ক ধরে রাখা স্বার্থ হীন অতি প্রাসঙ্গিক চিরকালীন অন্তরভেদী বিসমিল্লাহ…
২| অন্তরকথা
ভালোবাসা কি শেখার জিনিস
এই যে রাত ভালোবাসে চাঁদকে
পুরুষ সূর্য পুড়িয়ে খায় পৃথিবীর গর্ভজাতদের
যেমন পুড়ছো কলেজ জীবনের বিরহ
এই সবই অহরহ পোড়াবাঁশি
একদিকে পুড়েছে রাধা…
আর একদিকে আয়ান ঘোষের পোড়াটা নজর এড়িয়ে অবস্থিত ঘরে ঘরে,নিষ্ঠুর প্রেমি…
ওর তো একটাই অবলম্বন অথচ বুকের ভিতরে ঋণাত্মক ধ্বনি…
এদিকে মালা পরে যদু মধু,হৃদয় মানে না
ও ভালোবাসা একটা অসুন্দর হেরে যাওয়া প্রেমিকের গান লেখো না …
৩| সন্ধানী
সন্ধানী আনন্দ আজ ধীর পদে
তার চোখ শুধু সুন্দর গিলে যায়
মেঠো আঙুলের পরশে শিহরিত শিমূল
আগামী দিনের আগাম আহ্বান শোনে
মুক্ত সন্ধানী খোঁজে অচেনা ঝিনুক হৃদয়
তিলে তিলে সঞ্চিত নিঃস্বার্থ নীরব ফসল
সাবধানে পা ফেলে সাধন সঙ্গী সাথী
বিশ্বময়ীর আদর ছড়ানো মাটির চাদর…