গদ্যানুশীলনে সুদীপ ঘোষাল

বামন
জিতেন মাষ্টার ছিপ হাতে দুপুর কাটান কলাবাগানের পুকুরের পাড়ে।ফাতনায় চোখ রেখে স্বপ্নের অগাধ জলে ডুব দেন বারেবারে।ডুবে দেখতে পান পূর্ণ না হওয়ার স্বপ্নের ভিড়ে খুঁজে পেয়েছেন পরশপাথর।তার ছোঁয়ায় কত স্বপ্ন সোনার ফসল হয়ে ফলে।প্রতিদিন তিনি এই একটা স্বপ্নই দেখেন। তার পরশ পাথরের স্বপ্ন একদিন সত্যি হল জীবনে। বামন মেয়েকে নিয়ে তার দুশ্চিন্তা ছিল মনে।তাঁর মেয়ে অপরূপা বামন।বেঁটে মেয়েকে নিয়ে তিনি খুব চিন্তিত ও দুঃখিত। কিন্তু মেয়ের অদম্য ইচ্ছের জোরে সে আজ আই পি এস অফিসার হয়েছে।তার আগে পিছে চলেছে লম্বা লম্বা অফিসার।
তারা তার মেয়ের কাছে নিতান্তই বামন স্বরূপ…