T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় শর্মিলা ঘোষ

অমর একুশে
রফিক বরকত সালাম জব্বার লুটিয়ে পড়ে একে একে
গুলির রক্তলেখা তাদের বুকে ভাষা দিবস আঁকে,
মাতৃভাষা তবুও আপন থামে না আন্দোলন
বাংলাভাষা দেশের ভাষা চলে মাতৃমুক্তিপণ,
যে ভাষাতে মা ডাক তা ছাড়বে কেন দেশ!
দামাল ছেলেরা ভূমি চুমে তবুও দাবি করেনি শেষ,
বাঙালি ও জান কবুল করে মাতৃভাষার দায়
একুশে শে ফেব্রুয়ারি তাইতো ভাষা দিবস সম্মান পায়,
চাঁদের বুকে দাগ কেটেছে ঝরছে কত রক্ত
শহীদের দল দেখিয়ে দেয় প্রাণ দেওয়া নয় শক্ত;
স্বকীয়তায় উজ্জ্বল তাই একুশে ফেব্রুয়ারি
বিশ্বশান্তির আবেগে আঁকা একুশে ফ্রেব্রুয়ারি,
মাতৃদুগ্ধের ঋণ শোধে আজ একুশে ফ্রেব্রুয়ারি
নতুন যুগের স্বপ্ন দেখায় একুশে ফ্রেব্রুয়ারি।