ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বিদ্রোহী
বিদ্রোহী তুমি কোথায় আজি
কোন সাধনায় মগ্ন ,
ভারত মায়ের সন্তান সব
আজ যে বড়োই রুগ্ন ।
মাথার ওপর মারির শকুন
ঘুরছে শুধুই চক্রাকারে ,
মাটির ওপর ললুপ দৃষ্টি
এই বুঝি এসে প্রাণ কাড়ে ।
অসম লড়াই লড়ছি মোরা
অসুর বধের চেষ্টায় ,
তোমার বানী শক্তি মোদের
হাসবো জানি শেষটায় ।
তুমিও করেছো কঠিন লড়াই
পরাধীনতার দেশে ,
ভাষার অস্ত্রে আঘাত করেছ
স্বদেশকে ভালোবেসে ।
পৃথিবীর এই অশুভ আঁধার
শপথ নিয়ে করবো দূর ।
বিদ্রোহী তোমার অগ্নিবীণায়
বেজে উঠুক মুক্তির সুর ।