কবিতায় স্বপন গায়েন

শস্য শ্যামলা সোনার বাংলা
শস্য শ্যামলা সোনার বাংলা
– স্বপন গায়েন
আকাশের মেঘ উধাও হয়েছে
কৃষকের ঝরে ঘাম
মাঠের ফসল বিক্রি করেও
পায় না ন্যায্য দাম।
পাখির ঠোঁটে ঝলসানো রোদ
কৃষকের চোখে জল
সুখের জীবন থাকবে অধরা
এটাই কী নীটফল!
বৃষ্টি নামবে এই আলয়ে
দেখবো সুখের বন্দর
দুঃসহ দিন যাবেই ফিরে
সুখী হবে অন্তর।
আকাশ জুড়ে অনাহূত মেঘ
পাখিরা গাইবে গান
কৃষকের মুখে ফুটবে হাসি
প্রকৃতিও পাবে প্রাণ।
শস্য শ্যামলা সোনার বাংলা
দেবেই দুমুঠো ভাত
ফসলের মাঠ হাসবে আবার
শান্তিতে কাটাবে রাত।