ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

পথ চেয়ে
পথচেয়ে আছে সে তার প্রতীক্ষায় ,
এই বুঝি এলো সে নিঃশব্দে ।
নিমেষে থেমে যাবে হৃদয়ের গতি ,
নিঃশেষ হবে সম্পর্কের লেনদেন ,
হিসেবের খাতায় ঘটবে ইতি ।
রোজকার কলহ হতাশা যন্ত্রণা ,
কোথায় হারিয়ে যাবে মুহূর্তে ।
যা কিছু সঞ্চয় ব্যয় হবে ,
শেষ যাত্রায় , পবিত্র সৎকারে ।
পরিবার বিদায় দেবে ,
হ্দয় বিদারক চিৎকারে ।
রজনির মালাগুলো কেবল উজ্জ্বল ,
কালো মাথার মধ্যে দগ্ধ স্মৃতি রোমন্থনে ।
পথ চেয়ে আছে সে তার প্রতীক্ষায় ,
চেয়ে থাকাই জীবনের রীতি ।।