কবিতায় সুমা গোস্বামী

বড়ো সাধারণ
এই সাধারণ মেয়েটিকে চেনেনা কেউ ।
কেন জানো?
আরে আমি তো তেমন সুন্দরী নই
যাকে চোখের সামনে বসিয়ে
আঁকিয়ে রঙের ফোয়ারা ছোটায়।
আমি তো কারোর ভাবের ঘরে
আমার আসনটাই পাততে পারিনি
যাকে ভেবে কবির কলম
নতুন কথার জন্ম দেয়।
আরো আছে গো, শুনবে?
আমি তো বেসুরো এক মেয়ে,
তাই হয়তো আমাকে দেখে
গাইয়ের সরগমের সুরটুকুও
সুরের সাধনায় মাতে না।
বড়ো সাধারণ, আমি বড়ো সাধারণ ।
ঠিক যেনো চোখে পড়তে পড়তেও পড়েনা,
ধুলোভরা কোণায় পড়ে থাকা এক সাধারণ।