গদ্যানুশীলনে সুদীপ ঘোষাল

স্মৃতি তুমি মধুর
ছোটবেলায় বাবার সঙ্গে কাটোয়া আসতাম সোহাগি শরতে, পুজোর বাজারে,চলে যেতাম নিচুবাজারে গঙ্গার ধারে। বাবা পরিবারের সকলের জন্য জামা কাপড় কেনাকাটি করে শেষে পরাণের পান্তুয়া খাওয়াতেন পেট ভরে। এক সুন্দর সুগন্ধে ভুরভুর করত মনপ্রাণ।বাড়ির সকলের জন্য পরাণের পান্তুয়া কিনতেন বাবা। দুরন্ত কার্তিক লড়াই এলেও আদরের পরাণদার ক্ষীরের পান্তুয়া খেতাম মনভরে। কি এক অপূর্ব মায়া মাখানো পরাণ- পান্তুয়া। মুখে দিলেই মিলিয়ে যায় অনবদ্য স্বাদে।
কলকাতায় কাজের জন্য আসা, বাসা ভাড়া করে থাকা । আর কাটোয়া আসা হয় না। তবু পরাণের পান্তুয়া,কাটোয়ার গঙ্গা, ভাষাসদন, ছোটলাইন পাড়, সুবোধ স্মৃতি মোড়,বিজ্ঞান পরিষদ,রবীন্দ্র পরিষদ মায়া ঘিরে রাখে হৃদয় ছুঁয়ে…