অণুগল্পে স্নেহদিয়া গৌরী

দুষ্টু মিষ্টি প্রেম

শুভ—-শুভ সকাল
নিলা—-শুভ সকাল ২
শুভ—-কাল রাতে আমি অনলাইনে ছিলাম না।এতো রাত তুমি অনলাইনে কি করেছো??
নিলা—-ফ্রেন্ড দের সাথে কথা বলছি।
শুভ—-আযিব মেয়ে তো তুমি।ফ্রেন্ড দের সাথে কথা বলছো তাই বলে এতো রাত…….!আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি অন্যন্য কারো সাথে টাংকি মারো।
নিলা—এই তুমার ভালো বাসা।আমার উপর কি এই টুকু বিশ্বাস নেই তুমার?
শুভ—-জানি না।তবে আজ এটা বুঝতে পারলাম,,আমি না থাকলে ও তুমার কোন সমস্যা হবে না।
নিলা—মানে?
শুভ—আমি না থাকলে তুমি তুমার ফ্রেন্ড দের সাথে ভালো ভাবে আড্ডা করতে পারবে।
নিলা—সামান্য বেপার নিয়ে এতো রেগে যাওয়ার কি আছে।যাও এখন থেকে আমি আরো বেশি করে আড্ডা মারবো (অভিমান করে)
শুভ—হে তাই করো।আমি চলে যাবো তুমার জীবন থেকে।
নিলা—-তুমি কেন যাচ্ছো,, আমিমি নিজেই চলে যাচ্ছি তুমার জীবন থেকে।ভালো থেকো।

তার পর নিলা অফলাইনে চলে গেলো।

(এক ঘন্টা পর)

শুভ—সরি
নিলা—কেনো…
শুভ—ঝগড়া করছি তাই।
নিলা—লাগবে না সরি বলার
শুভ—আমি তুমাকে ছাড়া থাকতে পারবো না সোনা।প্লিজ অনলাইনে আসো।
নিলা—না আসবো না।খালি খালি অযথা রাগ দেখাও আমার উপর।
নিলা—আর কোন দিন ও নিলা নামের কেউ তুমার উপর রাগ দেখাবে না।
শুভ—রাগ না করলে কি হবে,,আমার জান পাখি রাগ করবে
নিলা—কে তুমার জান পাখি???
শুভ–তুমি আমার জান পাখি….
নিলা—-আহারে,,,আমি কারো জান পাখি না।
শুভ—-কি বললা,,ওকে ফোন রাখলাম,, আর কখনো বলবো ন তুমি আমার জান পাখি।
নিলা—-এই না সোনা রাগ করো না।আই লাভ ইউ সোনা।
শুভ—-কিন্তু আই হেট ইউ ফাজিল

(অনেক সময় হেট ইউর মাঝে ও লুকিয়ে থাকে ভালো বাসা। যা শুধু প্রিয় মানুষ গুলো অনুভব করতে পারে।)

Spread the love

You may also like...

error: Content is protected !!