কবিতায় শাওন গুলমোহর

নদী জীবন
সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত তার সাথে নদীরও পার ভাঙছে,
বিহান বেলায় উজানে চলছে নৌকা
আর মাঝি মল্লার যাত্রি করে পারাপার
কত সুখ দুঃখের কথাও হয় বিনিময়
তবুও মাঝি একলাই থেকে যায়
কেউ কখনও খোঁজ নেয়নি তাঁর।
কত রূপকথার গল্প জন্ম নেয় মাঝির নৌকায়
জোয়ার ভাটার খেলায় গল্প গুলো আবার কোথায় হারিয়ে যায়।
মাঝিও স্বপ্ন দেখে ঘর বাঁধার
কিন্তু মাঝির তো সাতকূলেও ছিল না কেউ আপনার
ভালোবাসার।
মাঝির সংসার শুধুই নদী আর সাথী ছিল তাঁর নৌকা।