দিব্যি কাব্যিতে শর্মিলা ঘোষ

চোরাস্রোত
বুকের ভেতর যে নুড়ি পাথর গুলো রেখেছি প্রজাপতি রঙের
তারা ডুবে থাকে অতল জলে
ভারী বোঝা নিয়ে ,
গাঢ় তাদের হৃদকম্পন,
ধুকপুক করে তরঙ্গের সাথে
অসম তাল মেলায়,
রঙিন এলোমেলো নিঃসঙ্গতার
ইতিহাস পাথরের বুকে অষ্টাদশী চাঁদের মতো চঞ্চলতার ঢেউ তোলে,
গভীর জলের আলপনা
রঙ বিলোয় প্রবালের গায়ে,
স্ফটিকের মতো স্বচ্ছ স্বপ্নেরা
মৎস্য কন্যার মতো হিল্লোল তোলে জলদ গম্ভীর সমুদ্রের বুকে;
উপকূলের কোল ঘেঁষে ছায়াঘেরা পাহাড়ের কোলে আনমনা প্রকৃতি
পাহাড় সমুদ্রের যুগলবন্দী রচনা করে,
জোছনা রঙের প্রেম তখন
অভিমান ভুলে চোরাস্রোতে গা ভাসায়।