কবিতায় শাওন গুলমোহর

শখ
আছে যার ভুরি ভুরি,
বেদনা তার শখ,
বাস্তবতার নিরিখে দেখো,
বুঝতে পারবে সব।
পাওয়া গুলো উপেক্ষিত,
না পাওয়ার বেদনায়,
সত্যি ই যেদিন সব হারাবে,
বুঝবে ধনী ছিলে কতোটা।
ঈশ্বরের অপার খেলা,
বৈষম্য সেথায় নেই গো নেই,
আমরাই লোভী ভীষণ,
আরোও চাই আরও চাই।
আমার চাওয়ার জন্য কারুর,
ভাগে কতো কমটা পরে,
একবারও কি ভাববো না তা!!!
মনুষ্য জন্ম বৃথাই তবে।