|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় সন্দীপ গাঙ্গুলী

ভিতরে বাহিরে
তুমি কেবল ছবি নয়
তাই উঠে আসো সমস্ত চেতনার উৎসে
তুমি কৃষকের জমিতে প্রথম শস্যের গন্ধ,
মনের জানলায় বিমর্ষ শুস্ক বাতাসের আনাগোনায়
এক ঢাল কালবৈশাখীর বৃষ্টি তুমি
তোমার সৃষ্টির অভিজাত স্রোতে
হারিয়ে যায় আমার একঘেয়ে মনকেমন,
আজ আকাশের অন্ধকারে তারাদের পসার না জমলেও
তোমার সব কবিতা ও গান ছুঁয়ে থাকে আমার এক একটা ভাল থাকার প্রহর
নান্দনিক সমাবর্তনে ভেসে আসে
এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়…