কবিতায় বলরুমে শর্মিলা ঘোষ

প্রেমের আলস্য কাটিয়ে

নদীতে হৃদয় ডুবিয়ে লিখেছি অমর প্রেম, আকাশের ঝুরো মেঘে মাখামাখি বিরহ যন্ত্রণা,
সাহসী অনুঘটকের মতো পায়ের বেড়ি ছিন্ন করা জলতরঙ্গ,
পাঁচমিশালি ভালোবাসার কুরুশে বুনে চলা রঙিন দিনলিপি,
আমার মনে লেপটে থাকা আলস্য,প্রেমের আলস্য,
তাকে কাটিয়ে উঠে আঙুলের স্বরলিপি লেখা
গরম ঠান্ডা চুমুকে চুমুকে উচ্ছ্বাস, বেদনা,বিচ্ছেদ,
সব কিছু ঠিকঠাক থাকলে বসন্তের রঙে প্রজাপতি মেহমান হয়ে আসে,
সোজা পথে তখন অনেক ঝড়,আটপৌরে বসনে তখন শুধুই পোষাকী সংলাপ…..
জোড়া শালিখ, ভালোবাসার অলিগলি,আর ক্যাপুচিনো কফিতে তুমূল আশকারা…..

Spread the love

You may also like...

error: Content is protected !!