শঙ্খচারণায় সুদীপ ঘোষাল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বাউল শঙ্খ
সুদূর লাল খালি জমির তুলসিতলায় শঙ্খের ফুঁ
প্রতিধ্বনি বেজে ওঠে দিক্বিদিকে
কবিতার প্রেমে মানায় লাল পাহাড়ির জঙ্গল
গভীরে নাড়া দেয় অগভীর অভাবি বাংলার ডোবা
টুসু গানে ভরে যায় অতৃপ্ত মাদল
মৃত ময়ালের মত মোড়াম রাস্তা
লাল রুমালে ঢাকে শীত, বসন্তে আদুল গাঁয়ের ছবি,শিয়রে শঙ্খশুভ্র হাত।
খেজুর রসে তৃপ্ত জোতদার সকাল
গুড় তিক্ত হয় অভাবের পাতে, ঠিক তখনই
শঙ্খ বেজে ওঠে প্রতিবাদের ভাষায়
এ প্রতিবাদের ভাষা মরে না
চিরজাগ্রত হয়ে থাকে মানুষের হৃদয়ে…