|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় শর্মিলা ঘোষ

জলদাগ
নষ্টচাঁদের বুকে এঁকেছি অসংখ্য ধূসর পাহাড়,
বেদনা ঢাকতে ছুঁয়েছি তারাদের উজ্জ্বল রঙ,
মনখারাপী লেখাগুলোতে অযথাই ফুল পাতা সমারোহে রচনা করেছি সুখের কোলাজ, আসলে ক্ষত লুকোনোর অভ্যাসে চোখের কাজল করেছি আরো গাঢ়,
জীবনের ছন্দপতন গেঁথেছি গল্পে কবিতায় গানে ,
একটা ভাঙা স্থ্যাপত্যের ওপর দাঁড়িয়ে আছি সুখ নামক ইমারত গড়বো বলে, প্রিয়তমের আঙুল বেহালার মিঠে তার ছুঁয়ে দেয়, আমি সূঁচ সুতোর কারুকার্যে শিল্পী হয়ে উঠি;
নতুন শরৎ আসে মেঘবালিকার হাত ধরে, নিপূণ বুননে কাশের বনে লাগে শিল্পীর ছোঁয়া,নীল আকাশের বুকে জলদাগ ক্রমশ দিগন্ত অতিক্রম করে।