মার্গে অনন্য সম্মান সুস্মিতা দত্ত মুখার্জী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৯৬
বিষয় –ব্যতিক্রম
আরও গভীরে যাও
অন্ধকার চিনিয়ে গেলো মুখোশ পরা সুহৃদ
পুড়ে যাওয়া প্রতিবাদ কেউ লক্ষ্য করেনি,
কেউ দেখেনি কান্না ভেঙে এগিয়ে যাওয়া গাছের বিবর্ণ বিলাপ
সৃষ্টির পরে অনাসৃষ্টি।
ধ্বংসের গৌরব নিয়ে নির্লজ্জ উল্লাস
বৃষ্টি কান্না আগলে রাখে দামিনীর আবডালে…
নেশাগ্রস্ত চাঁদনী অভিসারে যায়।
জ্যোৎস্না-নেয়ে লেখা হয় কতো শত প্রেমের কবিতা
কখনো তাকাই স্মৃতির অনুকূলে,
প্রশ্ন করি… আর কতদিন বুকের ওপরে দীর্ঘশ্বাস হয়ে বাঁচবে?
উত্তর আসে… এবার অন্তত সাবালিকা হও
ভালোবাসা ছুঁয়ে নামো বুকের গভীরে
একফালি কলঙ্ক উঁকি দিক আবেগী আবদারে।