কবিতায় শুভজিৎ দাস দাঁ

সীমারেখা
তোমার কাছে ততোটুকুই চাই- যতোটুকু দেওয়ার পরেও তুমি অনাবিল জ্যোৎস্না হতে পারো,
তীব্র দহনে ছোঁয়াচে হয়ে উঠতে পারে বুকের আকাশ।
অবন্তিকা, তুমি কি দেখতে পাচ্ছো আমার একলা চলা নিভৃত বিকেলের ছন্নছাড়া বিষাদবেলাগুলো?
মনের ঝিনুক খুলে দেখেছো কখনো- কতটা অসুখ হলে মুক্তোর সাদা রঙও বিষাদী হয়ে যায়?
সব জানালা খুলে দিলাম আজ,
তোমার দু’হাতের চুড়ির শব্দে অনুরণিত হোক নামহীন মেঘ,
আকাশের ভেতর থেকে চিনে নিয়ো আরো এক অথৈ আকাশ,
মনে রেখো- হঠাৎ প্লাবন এলে কখনো কখনো অভিমানী জোৎস্নারাও আলুথালু ভিজে যায়।
অবন্তিকা, তুমি ততোটুকুই দিয়ো- যতোটুকু দেওয়ার পরেও তোমার চোখের সরোবরে অনায়াসে ভেসে থাকতে পারে একটা আস্ত জলজ স্বপ্ন,
এর বেশি কিচ্ছু চাই না।