কবিতায় শুভজিৎ দাস দাঁ

নির্বাসন শেষে
সূর্যাস্তের শেষে কি সব নীরবতাই শরীরী হয়ে ওঠে?
কিছু গল্পে মনও অতন্দ্রিলা হয়,
তখন অন্তরালের সব ব্যথাই আকাশ হতে চায়,
সেখানে বিচ্ছেদ নেই।
কুয়াশায় ভিজে থাকা নীরবতার শীর্ষ ছুঁয়ে প্রতিবিম্ব আঁকে মগ্ন রাত,
বুকের নীচেও আরো কিছু আছে- হৃদয় নাম তার,
সেখানে পলাশ ফোটে, আবার ঝরেও যায় মৌন অবসাদে।
তবু দেখা হয় নির্বাসন শেষে,
শূন্যতার প্রান্তে ওঠে অবারিত উষ্ণতার ঢেউ,
দীর্ঘশ্বাস সরিয়ে দেয় ভোরের পথরেখা,
স্পর্শের সীমানায় সবপেয়েছির অর্ঘ্য সাজায় শেষরাতের মিহি চাঁদ।