কবিতায় শুভজিৎ দাস দাঁ

নির্বাসন
সমস্ত স্পর্ধা নিয়ে কাছে এসে দাঁড়াও,
দেখো, কি সাবলীল এই সায়াহ্নের ছোঁয়াছুঁয়ি খেলা,
বৈধতা দিয়েছে প্রহরী নিঃশ্বাস,
সাহসিনী হও,
ছুঁড়ে ফেলো সন্ন্যাস।
যাবে আজ নির্বাসনে?
রাতের ঘন কুয়াশায় ঝিনুকের গর্ভে রোপণ করবো বিজন সুখের ঘ্রাণ,
উদাসীন থেকো না আর,
জ্যোৎস্নার শীৎকারে ধুয়ে যাক নিঃস্তব্ধতা।
ছলকে উঠুক কোনারকের চাঁদ,
বসন্তের আগুন,
নীল স্রোতে ছেঁকে নেবো শব্দহীন অন্ধকার।