গদ্যানুশীলনে সৌরভ দেবদাস

আবর্জনা

সেদিন রাতে কোন এক অন্ধকার গলি তে একটা গাড়ী থামল তখন সময় এই রাত্রি একটা হবে ।গাড়ী থেকে একটা মহিলা নেমে আসলো হাতে একটা ব্যাগ সে সোজা এসে রাস্তার ধারে রাখা একটি ডাস্টবিন এ ফেলে দিয়ে তারাতারি করে গাড়িতে চড়ে বসল সাথে সাথে গাড়ী ছেড়ে দিল।

কিছুক্ষণ পর ডাস্টবিনটা একটু নড়েচড়ে উঠলো। হঠাৎ রাস্তার লাইট পোস্টের দিকে চেয়ে বলল ও লাইট দাদু কিছু দেখলে।

লাইট,…. একটু নড়ে চড়ে বলল কি বলছিস বটে আমি তো সবটাই দেখলাম। এই বুড়ো চোখে কত আর দেখব।

ডাস্টবিন,,,আরে দাদু দেখলে তো একটি মেয়ে এসেছিল একটা গাড়ী নিয়ে একটা ক্যারিব্যাগ
রেখে গেল।বাচ্চা হবে হয়তো।

লাইট,,,চেঁচিয়ে বললো এটা কি বলছিস বটে?
আমি তো কিছুই বুঝতে পারিলায়।

ডাস্টবিন,,,একটু বিরক্ত হয়ে বলল তুমি এখন আর চিৎকার করোনা কে জানে বাচ্চা টা বেঁচে
আছে কিনা?

লাইট,, কিছুক্ষণ চুপ থেকে বলল ,আরে তুই এখন ঘুমা না কিনে কাল সকালে দেখা যাবে।

ডাস্টবিন ,,, কালু টা কোথায় যে গেল ?এখন থাকলে ভালো হত।

লাইট ,,, ওর পাত্তা আজ পাবিক লা দেখ কোন বিয়ে বাড়িতে গিলতে গেছে বটে।তুই এখন ঘুমা না কিনে।

দুঘণ্টা পর ডাস্টবিন তখন অঘরে ঘুমোছে আর লাইট দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমোচ্ছে।তখন হঠাৎ সেই ব্যাগ থেকে একটি বাচ্চার কান্নার
আওয়াজ শুনতে পাওয়া গেল । ডাস্টবিন চমকে উঠলো আর তাকে দেখে লাইট এর
ঝিমনি হট করে ভেঙে তাকিয়ে থাকল ডাস্টবিন এর মাথার দিকে। সে দেখল ক্যারিব্যাগ টা অনবরত নড়ছে সেখান থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে।

লাইট,,একটু অবাক হয়ে বললো আরে ডাস্টবিন কি করবি বটে বাচ্চাটো জিন্দা
আছেক তো বটে।

ডাস্টবিন,,,সেটাই তো ভাবছি , একটা কথা ভেবে দেখেছ সমাজের যত নোংরা আমরা বহন করি কিন্তু মানুষেরা আমাদের থেকে
বেশি নোংরা বহন করে সেটা তাঁদের মনে, এই ভাবে বাচ্চা কে ফেলে?

লাইট,, তা হবেক লাই কেন ?মেয়ের বিয়া দিলে বর পণ চায় বাচ্চা হলে সবাই ছেলেক চায় তো মেয়েরা কোথায় যাবে বটে?

ডাস্টবিন ,,,সেটাই তো ভাবছি ।

ঠিক সেই সময় কালু কুকুর এসে বলল কি ব্যাপার?

লাইট,, আরে রঘু কোথায় গিয়েছিলিস বটে?

কালু কুকুর ,,,, আরে দাদু বিয়ে বাড়ি গিয়েছিলাম শালা মালিক এতো দর্জাল খেতে তো দিলো না উল্টো লাঠি নিয়ে ধাবা দিলো আমিও ভয়ে চলে এলুম খাওয়া হল না।

ডাস্টবিন,,, আরে কালু একটা ঘটনা ঘটছে ।

কালু কুকুর ,,,,কি ঘটনা বল আমায় ।

ডাস্টবিন ,,,আর বলিস না আমার মাথায় আবার বাচ্চা ফেলে দিয়ে গেছে ।তাও আবার বাচ্চাটা বেঁচে আছে কি করা যাই বলতো?

কালু কুকুর,,, চিন্তা করল অনেকক্ষণ তার পর বলল শ্যামের চায়ের দোকানের পাশে একটা অনাথ আস্রম আছে শুনছিস বাচ্চাটা কে সেখানে দিয়ে আসলে কেমন হয় ।

লাইট ,,, বুদ্ধি টা ভালই দিচ্ছিস তবে দিতে যাবে টা কে মানে কে লিয়ে যাবে।

কালু কুকুর ,,,, আমি নিয়ে যাচ্ছি বলে বাচ্চাটা
কে মুখে তুলে সে রাত্রে অনাথ আশ্রমে দিয়ে আসে। সে বাচ্চা টা কে অনাথ আস্রমের বারান্দায় রেখে আসে।পরের দিন অনাথ আস্রমের লোকেরা বাচ্চা কে নিজের ঘরে তুলে নেয়।

আজ পাঁচবছর পরে সেই বাচ্চাটি সেই গলি দিয়ে ইস্কুল এ যায়। সেদিন বাচ্চাটি একটি মেয়ে ছিল হয়তো বাড়িতে মেয়ে হওয়ার কারনে বাচ্চা মেয়েটির আশ্রয় সেই প্রথমে ডাস্টবিন সেখান থেকে অনাথ আশ্রম । অনাথ আশ্রমে মেয়েটির নাম হয় লক্ষ্মী ।ডাস্টবিন আর লাইট দেখে তাঁকে রোজ তাঁকে তারা কাছে ডাকতে চাই কথা বলতে চাই কিন্তু পরে তারা ভাবে তাঁদের ভাষা সে কি বুঝতে পারবে কোন দিন?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।