T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় সায়ন্তন ধর

কোজাগরী
তিস্তা বক্ষ থেকে উঠে আসে সোনালী চাঁদ
জোড়া সেতুর নিয়ন আলো মেখে
অযান্ত্রিকদের চলাচল
আকাশের নীলে কালো জমে, রাত বাড়ে
বাতাসে মেশে ধূপের গন্ধ
তিস্তা থেকে চলে আসি বিভূমে
জাটিঙ্গা পেরিয়ে বরাক উপত্যকায়
এখানেও হেমন্তের হিমে
চাঁদ তিরতির কাঁপে বরাকের জলে
মায়ের ফেলে যাওয়া মণ্ডপে পূজিতা মেয়ে…
একলা… সঙ্গী তার চাঁদ,
নুয়ে পড়া শিউলি গাছ
আর তার শাখায় একটি লক্ষ্মী প্যাঁচা।
রাত বাড়ে আরও…
তীক্ষ্ণ হুইসেলে সচকিত সারমেয়র দল
শুনশান রাজপথে সে হাঁক পাড়ে…
“কে জাগে…”
নক্ষত্ররাজি স্থান বদল করে
ভোর হয়, বাড়ি ফিরে চোখ রাখে ঘুমন্ত মেয়ের দিকে
চাঁদের আলো নিভে আসে তার ঘন কালো চুলে।
এই তো তার লক্ষ্মী…
কোজাগরী রাতে মিলে যায় ডুয়ার্স-বরাক উপত্যকা
একই চিত্র স্পিতি ভ্যালি ও মেরিনা সমুদ্র সৈকতে
বায়লাডিলার খনি আর ধারাবি বস্তি একাকার হয়ে যায়
নতুন সূর্য রক্তিম হয়ে ওঠে ওই পূর্ব রঙীন দিগন্তে।