।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সৌরভ দেবদাস

খিদে

খিদের আগুনে জ্বলছে শহর
জ্বলছে মানুষজন।
অন্য দিকে খাবার হচ্ছে অপচয়
আর ডাস্টবিনে খাদ্য পচন।
চাকুরীজিবি থেকে কুলিগিরি
উদ্দেশ্য কিন্তু এক।
কেউ বা ফুটপাথে বসে ভিক্ষা করে
বলছি নেতারা একটু দেখ।
ঘুষের রাজত্বে চাকরি
আজও প্রতিভা খোঁজে না।
প্রতিভা থাকলেও শত চেষ্টায়
খিদে মেটেনা।
খিদে মানে না ধর্ম
মানে না খিদে বর্ন
কেউ বা বসে রেস্টুরেন্টে টিফিন করে
কেউ খায় বা ডাস্টবিনের
পচা খাদ্য পর্ন।
কিছু মানুষের এখনো ভরসা
অল্প টুকু রেশন,
আজও কত ছেলে মেয়ে হচ্ছে অনাথ
ঠিক সময়ে না করতে পারা
মা-বাপের অপারেশন।
মাঝে মাঝে দেয়
নেতারা সেই উন্নয়নের ভাষণ,
নিজের রাজ্যের লোক খিদেয় মরে
তাদের উদ্দেশ্য তো এক সেই
সেই উচ্চতরের আসন।
তাই বলি সবাই কে
খাবার করোনা নষ্ট,
নষ্ট খাবার না তাদের দিও
ফুটপাথে বসে থাকা মানুষ ও কুকুর
তারা খিদের কারণে
. আজও পায় ভীষণ কষ্ট।

প্রত্যাশা

শহর জুড়ে জ্বলছে আলো
তবু হৃদয় আমার অন্ধকার
তুমি আছো হৃদয় জুড়ে
তোমাকে দেখতে চাই বারবার।
তোমার চোখের কাজলে
আমি আজও পাগল
প্রেম প্রতিযোগিতায়
আজও আমি পিছে
আরও নামছি নিচে
নিয়ে চোখ ভরা অশ্রুজল।
আমি ফিরতে চায়
আজো তোমার শহরে
না হোক প্রতীক্ষারত
প্রতি প্রহরে।
তবু তোমাকে চাই,
তারা ভরা নীলিমায়
তুমি একা দাঁড়িয়ে
তুমি হাত নাড়িয়ে ডাকছো তাই।
দাঁড়িয়ে আছি একাকী
সে কথা তোমার জানা কি।
হতে পারি তোমার প্রেমিক
চাকরি নিখোঁজ ঘুষের অভাবে
আজ আমি কারখানার শ্রমিক।
আজো ভালোবাসি তোমায়
ঠিক আগের মত,
আমার ভাবনাগুলো বেঁচে আজো ঘুরছে পথে ক্রমাগতো।
আমি ফিরতে চাই
আজো তোমার শহরে
না হোক প্রতীক্ষারত
প্রতি প্রহরে।
তবু তোমাকে চাই,
তারা ভরা নীলিমায়
তুমি একা দাঁড়িয়ে
তুমি হাত নাড়িয়ে ডাকছো তাই।
যদি তুমি আবার ফিরে আসো
যদি আমায় ভালোবাসো
পূরণ করবে কি আমার আবদারখানা
আবার নাই ফটুক তোমার কারণে
প্রেমরূপ হাসনুহানা।
আজো আমি দাঁড়িয়ে তোমার দোরে
রাত জাগা কোনো ভোরে
আমি আরো থাকতে চাই,
যদি একটু দেখা পায়।
বেঁচে আছি আজো
সেই নিয়ে প্রত্যাশা
প্লট নাই এবার চেঞ্জ হোক
বেঁচে উঠুক ভালো বাসা।
আমি ফিরতে চায়
আজো তোমার শহরে
না হোক প্রতীক্ষারত
প্রতি প্রহরে।
তবু তোমাকে চাই,
তারা ভরা নীলিমায়
তুমি একা দাঁড়িয়ে
তুমি হাত নাড়িয়ে ডাকছো তাই।
Spread the love

You may also like...

error: Content is protected !!