T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন সুজাতা দে

ফেরাও বসন্তদিন
শব্দহীন এই তো বেশ আছি,
জাগাবেনা- ঘুমিয়ে আছে এই শহর!
স্বপ্নচুরি গিয়েছে সবখানে
নদী মাঠ ঘাস ফড়িং; সব চুপ।
স্তব্ধ ছবির ধোঁয়াশায় ক্যানভাস
বোধঘরে-খিল তুলেছে ওরা।
জাগাও ওদের মুখে ফোটাও বুলি
প্রতিবাদের ধ্বনি বিশ্বে একই থাকে
বোবা ইঙ্গিত প্রতিবাদেও থাকো সরব…
জেগে ঘুমিও না, ঘুমের শেষে জাগো।
ফুলে ফলে বসন্তদিনকে ফেরাও ফের…
নতুন আশা-আলো নিয়ে;কালো রাতকে মুছে।