কাব্য কথায় শিপ্রা দে
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ডিগ্রিধারী বেকার
ডিগ্রিধারী বেকার যুবক ভবঘুরে দ্বারে দ্বারে
সময় কাটে মিছিল মঞ্চে গণতন্ত্র রক্ষা করে।
ফুঁটো চালে অনাহারে তক্তপোশে প্রহর গোনে
দিনের শেষে স্বপ্ন দেখে আগামী দিনের জাল বোনে।
নতুন সকাল আসবে কখন ভোরের পাখি উঠবে গেয়ে
ঘুচে যাবে বেকারত্ব বাঁচবে যুবক চাকরি পেয়ে।
ফালাফালা হতে থাকে গরিব যুবকের মেধাবী বুক
বয়সের বাঁকে কর্পূরের মতো উড়ে যায় তাঁর স্বপ্ন সুখ।
ক্লাবে ক্লাবে রাস্তার মোড়ে বেকারেত্বর করুণ জ্বালা
ঘরে ঘরে অনাহারে ধর্মঘট ঝুলন্ত তালা।
ভুঁইফোঁড় নেতা স্বজন পোষণ দিতে ভাষণ বাণী
আমরাই রাজা আমরাই প্রজা এই সমাজে আমরাই মানি।
আশা নিয়ে পড়ে থাকে দেশ জুড়েছে হাহাকারে
চাকরি চাকরি করে মরে বিবেক হীন সেই সরকারে।
মন্ত্রীর ছেলে বিদেশ যায় ডলার আসে ভরা খামে
গরিব ঘরে জন্ম নিয়ে চাষীর ছেলে জলে ঘামে।
গরিব মেধা ঘুরছে দেশে দিতে হবে লক্ষাধিক ঘুষ
হারিয়ে যায় চাকরি স্বপ্ন হারিয়ে যায় মানুষের হুঁশ।
প্রহসনের এই সমাজে অনশন হাত ধরে চলে
কুলুপ এঁটে রাজনীতি বেকার জীবন জাঁতাকলে।