ক্যাফে কাব্যে শিপ্রা দে

গাছ চির সাথী
আমাদের বাড়িটার উঠোনের কোণে
ছোটো এক নিম গাছ আছে নিজ গুণে।
পাতা দেয়,ফুল দেয় ডাল লাগে কাজে
উপকারী গাছটার নেই কিছু বাজে।
কাঠফাটা জ্যৈষ্ঠ রোদে পুরো গৃহে ছায়া
ছোটো থেকে বড়ো হয় পরে যায় মায়া
শাখে শাখে কতো পাখি রয় বাসা করে
সকাল বিকাল হলে কলতানে ভরে।
সবুজের সমারোহে আমাদের বাড়ি
আসে যায় পথচারী মন নেয় কাড়ি
দুদণ্ড শীতল ছায়া ক্লান্তি করে দূর
উদাস বাউল তোলে একতারা সুর।
নির্মল বাতাস বয় দূর করে রোগ
আমাদের কাছে তার নাই অভিযোগ
এইভাবে সব গাছ উপকারে লাগে
সময় থাকতে যেন জনগণ জাগে
ভূমিক্ষয় রোধ করে তরু গাছপালা
ওষুধের কাজ দেয় দেয় ফুল মালা
উপকারে দিয়ে যায় নেয় না সে কিছু
সারা জীবনের সাথী থাকে পিছু পিছু।
তবু কেন গাছ কাটা বন্ধ হয় নাই
অকারণে মানুষের ক্ষতি করো তাই।
অক্সিজেন কোথা পাবে গাছ শেষ হলে
ধূসর জীবন হবে প্রকৃতির কোলে।