কবিতায় সুজাতা দাস

সেই আলোকবর্তিকা
তখনও ছুটে চলা সাদা ঘোড়াটাকে ছোঁওয়ার নেশায়,
হাস্যকর হয়তো, কিন্তু ছোটার নেশা পেয়ে বসে হঠাৎ!
একটা সময় হাঁপিয়ে যখন পিছন ফিরে দেখা,
অতীতের সব সেখান অস্পষ্ট।
তারপর—
হঠাৎ মন খারাপ জড়ায় আষ্টেপৃষ্ঠে, অধরাই থেকে যাবে তাই হয়তো,
ছুটে চলা অধরাকে ধরার নেশায়, জীবনকে বাজি লাগানো!
অন্তর্বর্তী স্রোতস্বিনীকে আরও আরও এগিয়ে নিতে।
তারপরও—
হয়তো সব কল্পনা আর অবাস্তবিক কিন্তু কিছুটা ভালোলাগা,
একটু পাওয়ার আনন্দ, ঘিরে থাকে সেখানে! তবুও বিষন্নতা মাথা কুটে মরে,
খুঁজে বেড়ায় নিজেকে কোনও লাল পলাশের দেশে।
তারপরও—
যেখানে মুখরিত স্মৃতিরা,
কল্পনারা জাল বোনে আকাশ-কুসুম
তবুও রাতভর খুঁজে চলা শব্দের ঝঙ্কার, অলস চাদরে মুড়ে ছুঁয়ে যায়!
হঠাৎ উন্মাদনায় অলক্ষ্যে কেউ হেসে ওঠে-
ঠিক তখনই ছুঁতে ইচ্ছে করে অবাস্তবকে।
তারপরও—
ভাঙতে ইচ্ছে করে নিয়মের বেড়াজাল, ভাসতে ইচ্ছে করে সহস্র বছর আপন খেয়ালে,
দেখতে ইচ্ছে করে স্বপ্নের ফানুস, যেখানে সাদা ঘোড়াটা আজও ছুটে চলেছে!
যা হয়তো হাস্যকর তবুও স্বপ্নেই দেখা সম্ভব হবে।।