আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ সায়ন্তন ধর

তোমার ভাষা-আমার ভাষা
আমার ভাষা থমকে থাকে না কাঁটাতারে
আমার পরিচিত পাখিরা মানে না তাকে
বাতাস গলে যায় চৌকো খোপের মাঝে
নদীর জলে ভাসাই শুভেচ্ছা অকাতরে।
আমার দেশে কত ভাষার মিলন
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম
তবুও এ ভাষা ভাগ হয়েছে আজ
আমাদের মাঝে রাজনৈতিক ব্যবধান।
একুশে ফেব্রুয়ারি জুড়ে দেয় দুটো দেশ
বাহান্নর লড়াইয়ে ভাষাপ্রেম সঞ্চারণ
বন্ধু তোমার বাংলা ভাষায় মধুর সম্ভাষণ
আমার হৃদয়ে একষট্টির উনিশে মে-র আবেশ।