T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শিপ্রা দে

একটা নতুন জামা
কাশের বনে লাগলো দোলা
মেঘের মুখে হাসি।
শিউলি তলায় শিউলি গুলো
ঝরছে রাশি রাশি।
পদ্ম পাতায় শিশির বিন্দু
নীল দীঘিতে ভাসে
নীল গগনে সুর ভেসে যায়
মৃন্ময়ী মা হাসে।
কাশের ফুলে সেজে ওঠে
ঢাকির পিঠের ঢাক
ঢ্যাং-কুরা-কুর বাদ্যি বাজে
ঠাকুর এখন থাক।
চণ্ডীতলায় ষষ্ঠী পুজো
চক্ষু হোলো দান
হোলো বোধন আর অধিবাস
দেবীর আমন্ত্রণ।
দূরে ফেলে দ্বিধা দ্বন্দ্ব
সকল কাজ ছেড়ে
মান-অভিমান দ্বেষ-বিদ্বেষ
ফেলে দাও সব ঝেড়ে।
ঘরের বাইরে বেরিয়ে এসো
মা এসেছেন দোরে
উলুধ্বনি মঙ্গল শাঁখে
বরণ করো মা’রে।
পথের ধুলোয় পড়ে থাকে
আমার চিন্ময়ী মা
তাদের তুলে দিও তোমরা
একটা নতুন জামা
ওদের সাথে একটু সময়
দিও পুজোর বেলায়
ওরাও যেন পুজোর কদিন
ভাসে খুশির ভেলায়।
মৃন্ময়ী মায়ের সাথে সাথে
চিন্ময়ী মাকেও সাজাও
তবেই দেখবে খুশি হবে
আমার উমা মাও।