ক্যাফে কাব্যে স্বাতী দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ইচ্ছে সন্তান
তোমার পরবাসের ওপারে আমার স্বপ্ননদীর নৌকা বাঁধা
নড়বড়ে সাঁকো পেড়িয়ে কোনদিনও উঠে এসো আমার উঠোনে
নিকিয়ে রেখেছি আলো করা ভালবাসার প্রলেপে
সাজিয়ে রেখেছি পিঁড়ি
দু মুঠো ডাল ভাত যত্নে খাওয়াবো
তাল পাখার বাতাসে আদরের সোহাগ দেবো
এইসব আলো..নিকানো উঠোন..সাজানো ঘর..
তোমায় ছুঁয়ে থাকার অজুহাত শুধু।
আমি জানি…..
ঠিক এক মায়াময় সন্ধ্যেতে
তুমি বেড়া ঠেলে পেড়িয়ে আসবে সামান্য দূরত্বটুকু।
বন্ধ কপাটের আড়ালে সেদিন আমরা জন্ম দেবো আমাদের ইচ্ছে সন্তান।