কবিতায় শান্তনু দে

সম্প্রীতির চিরাগ
সেদিন থেকেই তোমার আমার
মনে ভীষণ রাগ,
যেদিন হয়েছিল আমাদের
দেশ দু-ভাগ।
তোমার পদ্মার, আমার গঙ্গার
একই জলের ধারা।
তবু তোমার, আমার মাঝে
কাঁটা তারের বেড়া।
তুমি কাঁদলে আমি কাঁদি
তুমি হাসলেই হাসি।
তোমায় আগের মতো আজও
সমান ভালোবাসি।
আমাদের একটাই আকাশ
এক চন্দ্র সূর্য তারা।
তবু তোমার আমার মাঝে
কাঁটা তারের বেড়া।
তোমার ভোরের আজানের সুরে
আমার ঘুম ভাঙে।
আমার পুজো আরাধনায়
তোমার ভক্তি রাঙে।
আমার ইচ্ছেগুলো সত্যি হয়
পেলে তোমার আসকারা।
তবু তোমার আমার মাঝে
কাঁটা তারের বেড়া।
দুই মনের এভাবেই
মেলবন্ধন থাক।
কাঁটা তারেই জ্বলছে
সম্প্রীতির চিরাগ।।