• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় স্বরলিপি দাস

বসন্তপঞ্চমী

– মা আজকে শাড়ি পরব ? ( আলতো গলায় বয়স ১০ )
– হুম এটা আমার শাড়ি ( তুই প্রথম শাড়ি পরবি কাল সরস্বতী পূজা।
বছর ৬ বাদে
– মা আর পাঁচদিন বাকি কবে বের করে দেবে তোমার ওই হলুদ জামদানি শাড়ি টা ! এবার তো দাও
– এই নে বাবা সাবধানে ছিড়ে ফেলিস না
– থ্যাঙ্কু মা , দারাও বন্ধুদের সঙ্গে গ্ৰুপ সেলফি তুলব তোমাকে দেখাবো
বছর ৯ বাদে সুকণ্যা স্মৃতি চারণ করছে তার ছেলে বেলার সরস্বতী পূজার আর চোখের কোণে হালকা জল কিন্তু ক্যালেণ্ডারে আবারো ৫ দিন ই বাকি কিন্তু এখন সে বিদেশে থাকে চাকরি করে ,এক দিনের ছুটি তে বাড়ি আসা হয়না মায়ের হাতে শাড়িটা ও আর পড়া হয় না । এবার সে ১০ বছরের আগের শাড়িটা বের করে পরল আর মাকে ভিডিও কলে পাঠাল বন্ধুরা জিজ্ঞেস করল ‘ ওল্ড ডিসাইন তোরে’
সে উত্তর দিল – মায়ের শাড়ি তে মেয়ের অধিকার থাকে আর সেটা পুরোনো হয় না যুগ যুগ অমলিন
সত্যিই তাই মায়ের হাতে প্রথম শাড়ি পরে স্কুলে অঞ্জলী দিতে যাওয়ার দিন গুলো বড় ই রঙিন ছিল ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।