T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় সম্রাট দে
by
·
Published
· Updated
তবুও বনেদিয়ানা
এক উঠোন সর্ষের উপর দাঁড়িয়ে,
হাঁটার গতি বাড়ানোর অনুশীলন।
প্রতি দানায় নির্ভরতা খোঁজা…
প্রতি দানার বিশুদ্ধতা
খুঁটে খায় বনেদী চড়ুই।
ঘুলঘুলির আঁতুড়ে বংশ বাড়িয়ে
নিমেষে ফুড়ুৎ …
শীর্ণ ছাদে বটের শিকড় এসে
বেঁধে রাখে পুরনো ইটেদের।
প্রতি ইটে ইটে বনেদি কাঠিন্য…
পুরনো কাঠামোয় ঝিমনো ইমারত
পলেস্তারা খসিয়ে পরত চায়,
নতুন এক বিচ্ছুরণের আশায়…
প্রতি দানায় বিশুদ্ধতা,
প্রতি শিকড়ের বাঁধন,
আর প্রতি ইটের কাঠিন্যে
অনিঃশেষ স্বপ্নবোধ খুঁজে নেয়
ষোলআনা বনেদিয়ানা…