কবিতায় সুজাতা দাস

স্বায়ত্তশাসন
অনুপ্রবেশ আটকানো কি সহজ!
মনের রাজ্য তো মনই শাসন করে,
সেখানে তোমার বা আমার স্বাধীনতা কোথায়—
শুধু আছে আজীবন পদানত হবার শর্ত।
শুকতারাটার বাস যে কখন তোমার বা আমার অন্তরে ঘটে,
তা কি তুমি বা আমি নিয়ন্ত্রণ করতে পারি!
শুধু অনুভব করি সেই ঔজ্জ্বল্য যা তোমার সাথে আমাকেও রাঙায়।
যখন হাজারো পাখির কলকাকলিতে তোমার ঘুম ভাঙে!
সেই রাতজাগা পাখিটা, আবার আসার প্রতিজ্ঞা করে নিঃশর্তে আমার কাছে—
তখন হয়তো তোমার অসমাপ্ত ঘুম ঘোর,
তবুও তোমার আমার স্বপ্ন দেখতে তো মানা নেই।
নেই পরিসমাপ্তির ঘটন, যা নির্বাক করে মনকে—
যে মন অনুপ্রবেশে বাধা দেয় না!
বাধা দেয় তোমার আমার স্বাধীনতাকে—
যেখানে পদানত হতে বাধ্য হই আমরা নিঃশর্তে!
বাধা দেয় স্বাধীনতাকে রুখতে।।