T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় শিপ্রা দে

শরতের প্রাক্কালে
নীল গগনে পেঁজা তুলোয়
বিদায় নিল শ্রাবণ বুড়ি
বাঙলা বুকে উঠোন কোণে
ফুটলো আজ শিউলি কুঁড়ি।
সবুজ মাঠে ঢেউ খেলছে
শারদীয়ার নব বাতাস
কোমল রোদে শাপলা হাসে
নিশুতি রাতে হাসে আকাশ।
বর্ষা শেষে জল ভরেছে
পুকুর নদী খানা খন্দ
আকাশ জুড়ে চাঁদের হাসি
নদীর তীরে খুব আনন্দ।
ধরণী আজ বধূর সাজে
সজ্জিত যে সবুজ মাঠে
কাশের বনে ধীর পায়েতে
কে যেন ওই যাচ্ছে হেঁটে।
মন পাড়াতে খবর এল
শ্বেত বসনে নদীর তীর
সেজে উঠছে বলাকা দল,
হেম বিন্দু হয় অধীর।
শিশির ভেজা দূর্বা ঘাস
শালুক ভাসে পদ্ম হাসে
বাজল ওগো আলোর বেণু
সুর শুনেছি দূর আকাশে।
নীলচে বুকে মেঘ রোদের
লুকোচুরির খেলা
ঘাসের পরে শিশির রেখা
শরতের এ বেলা ।