কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম

টেকটাচটকের সাহিত্য কাঞ্চনে আজকের পর্বে তোমাদের বলবো কিছু এমন টিপস যা তোমাকে করে রাখবে সবক্ষেত্রের মধ্যমনি।
এখন তুমুল ঠান্ডায় চলছে বিয়ের মরসুম। আর এখানে আমাদের সাজতেই হয়, নাহলে ঠিক চলে না। তাহলে আজ বলবো কিছু এমন টিপস যাতে ঠান্ডাও লাগবে কম আর ফ্যাসান ও হবে চুটিয়ে। তো চলো দেখে নিই-
#১. হাইনেক সোয়েটার- শাড়িটা ল্যাহেঙ্গা স্টাইলে পরো আর ডানদিকে সামনে আঁচল করো। ব্লাউজের জায়গাতে থাক হাইনেক। এর সাথে লম্বা নেকপিস ও ব্রোচ পরো। চুল খোলা রাখো।
#২ লং স্কার্ট- লং স্কাটের সাথে দিব্যি যায় উলেন কুর্তি। একটা বেনারসি ওড়না সিঙ্গল স্ল্পিট করে পরো৷ লম্বা দুল আর টিকলি ও পরতে পারো।
#৩. জিন্স- পছন্দের জিন্স আর সাথে লেদার জ্যাকেট বা অন্য কোনো হাইনেক
ব্যাস ওয়েস্টার্ন লুকে তুমি একদম রেডি।
#৪. শাড়ি- বোটনেক সোয়েটারের সাথে সিঙ্গেল স্প্লিট শাড়ি। সাথে হেভি জুয়েলারি। খোলা চুল আর মাথায় একদিকে ফুল দাও।
মধ্যমনি তুমিই।
#৫. সালের কুর্তি- সালের কূর্তি পরলে তো কথাই নেই।
একটাতেই বাজিমাত। সাথে কন্ট্রাস্ট সাল আর লেগিন্স পরো। জুতো একটু হিল পরো।
তুমিই অনন্যা।
আজকের পর্ব কেমন লাগলো জানিও কমেন্ট করে। ততক্ষন আসি।