T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সোমা চট্টোপাধ্যায় রূপম

কোনো এক প্রাগৈতিহাসিক যুগেই হয়তো…
একটা ক্ষনের পরের ক্ষনেই ইতিহাস রচিত হয় পূর্বমুহূর্তের।
আমি ডুবে যাই তৎকালীন আবহে
এমন ডুব দিতে বেশ ভালোই লাগে খটকা লাগা চোখে
ওরা চেয়েছিলো ওদের মতোই হই
বলেছিলো শিউলি ভোরে ডুমুরপাতার শিশির ছেড়ে
একটু একটু করে
ডুবে যেতে
ডুবসাগরে
বলেছিলো আরও অনেক কথা
বার্তা দেওয়া দেওয়াল ঘড়ি
ঘরবাঁধার ফিকির ছেড়ে
প্রেমিক হতে
রূপের
আমিতো নারী নই,
তাই
ছোটো করতে পারিনি রাত
বড়ো অক্লান্ত পরিশ্রম
রাতজাগা খেচর
আমিতো পুরুষ নই…
আমি সেদিন থেকে প্রকৃতি
যেদিন থেকে সূচনা-
কোনো এক প্রাগৈতিহাসিক যুগের…