কন্যের সাজে সোমা চট্টোপাধ্যায় রূপম
by
·
Published
· Updated
শীত প্রায় শেষের দিকে। মরণ কামড় দিয়ে এবার বিদায়ী শীতের আমেজে রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান। এমনিতেই এখন ভ্যালেন্টাইন উইক চলছে। তাই আজ বরং কথা হোক ওয়েস্টার্ন ও ইন্দো-ওয়ের্স্টান ড্রেসাপ নিয়ে।
১. লং স্কার্ট এখন ভীষণ স্টাইলে ইন। একরঙা স্কার্টের সাথে যেকোনো স্কিন টাইট – হাইনেক টপ পরে নিন। লম্বা জাঙ্ক জুয়েলারি পরুন। চুল থাক খোলা। লুক থাক ন্যুড মেকাপের।
২. চান্দেরি সিল্কের স্কার্ট থাক পরনে সাথে লং বোট নেক কুর্তি। লম্বা দুল পরুন মানানসই। চুল থাক খোলা। হালকা মেকাপ থাক।
৩. শাড়িতেও ভীষণ ভাবে অন্যরকম সাজা যায়। যেমন ধরুন লম্বাহাতা ব্লাউজ-কুর্তির সাথে সামনে আঁচল করে শাড়ি পরুন। লম্বা অক্সিডাইজ জুয়েলারি পরুন সাথে থাক হালকা মেকাপ ব্যাস আপনিও অনন্যা।
আজ এই ওবধি থাক। আগামী সপ্তাহে তৈরি থাকবো সরস্বতী পুজো স্পেশাল নিয়ে।