T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় শুভঙ্কর চট্টোপাধ্যায়

ভালবাসার নাম
যেদিন তুমি নাম দিয়েছো,
সেদিন থেকেই আমার গায়ে
বৃষ্টিরঙের দাগ লেগেছে।
দাগ লেগেছে, আগ লেগেছে
অন্য কারোর মালিকানায়
ভীষণরকম ভাগ লেগেছে।
আমার বড়ো ভাল্লেগেছে।
এখন আমি হাওয়ার ডানায়
ভাসতে ভাসতে রাস্তা পেরোই,
হাসতে হাসতে অটোয় চড়ি,
পার হয়ে যাই জেব্রা ক্রসিং,
কিছুই যেন ছোঁয় না আমায়।
যেদিন থেকে নাম দিয়েছো
ঝিলের জলে সবুজ আলো,
গোলাপি ছোপ আমার জামায়।
আদর পেয়ে আমার এখন
আকাশছোঁয়া মগডালে ঘর,
সাধ্য কার যে নীচে নামায়?