মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৪
বিষয় – রথযাত্রা / নতুন ভাবনা / অনলাইন বন্ধু
চাই নবনির্মাণ
মানুষের তরে নির্মিত সমাজ,
এক সাংগঠনিক পরিকাঠামোর নাম।
সেথায় প্রভুদের দাপটে, শাসনে-শোষণে,
হায় মানবিকতাই হারায় মান!
ধর্ম, জাত-পাত, ধনী-দরিদ্রের নিক্তিতে
মাপা হয় মানুষের সকল দোষগুণ,
দুর্বিনীতের বিচারালয়ে চলে
সততার কারাদণ্ডের বিধান!
যে নারী জননী, সৃষ্টি, আদি,
তার নেই সেথা কোনো স্থান!
ভোগ্যপণ্য সম বিকোয় তাঁরা,
নেই আব্রু, সম্ভ্রম, কোনো মান!
হিংসা, হানাহানিতে রক্তের হোলি
খেলে সবে আদিমতার উল্লাসে,
দাসত্বে বিকোয় নর-নারী-শিশু সভ্যতা কাঁদে আসন্ন ধ্বংসের ত্রাসে!
ঘুণে ধরা এই বিকৃত সমাজ
ভেঙ্গে ফেলে করো নবনির্মাণ,
কল্যাণের তরে,একতার ভিতে সমাজ গড়ো,
যেথা থাকবে মানুষের, মনুষ্যত্বের সঠিক মান।।