কবিতায় সুদীপ চক্রবর্তী (সুচ)

অচিন পুর
অচিন পুর খুব দুপুর,
শূন্য প্রাণ, ষণ্ড মান
খণ্ড সন, ঠিক তখন
নিদেশ পান,
অন্তর্বাস করলে হ্রাস,
কৈলাস নাথ, দিব্যিতে বাস,
চিত্ত যোনি, শুশুক মাছ,
তবুও কিছু চর্মকার,
কথার খেলায় ঋষভ ভার,
খুব দুপুর, অচিন পুর,
দুঃখ দুঃখ সমুদ্দুর।
ঋতুর কাল, সাত সকাল,
ঋষ্টি কলল, জিগির তোল,
পুংস্ত্ব জোর, বর্ণচোর,
শুধু কী তাই, সমাজ চালাই।
নারী বন্ধকী ইচ্ছাতে,
অদৃশ্য জাল, অনন্ত কাল,
পীবর কিছু আঁটুনিতে।
অচিন পুর, চোখের সুর,
ঊর্ধ্ব পূন্ড ঔরসে,
খুব কাঁদে, খুব কাঁদে,
উল্লাস তবু পৌরষে।
সব সমান, সব সমান
চিত্ত তবু খুব কাঁপে।