T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় শুভঙ্কর চট্টোপাধ্যায়

আমরা যা চাই, যেটুকু চাই
এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।
এভাবেই প্রত্যেক জঘন্য কাজ,
এক-একটা নারকীয় অন্যায়কে
আলাদা আলাদা করা হয়।
রাষ্ট্রযন্ত্র করে, শাসনযন্ত্র করে।
লেখা আসছে না,
জীবনের ছন্দ দুমড়ে-মুচড়ে দিয়েছে
এইসব রাক্ষসের দল।
মুন্ডমালা তো এক প্রতীক,
দুষ্টের দমন না হলে
সুস্থ সমাজ ফিরে আসবে না।
পুরুষতন্ত্র চাই না,
শাসন করার ইচ্ছে, দমন করার স্পৃহা
জিঘাংসার জন্ম দেয়।
বিচার চাই, ন্যায়বিচার।
আর চাই প্রত্যেক নারীর জন্য,
প্রত্যেক শিশুর জন্য,
প্রত্যেক মানুষের জন্য
নিজেদের মতো করে
বাঁচবার অধিকার।