ক্যাফে কাব্যে সুজিত চট্টোপাধ্যায়

চাবুক সরাও
ঈশ্বর! তোমার চাবুক সরাও।
চাবুকের সামনে দাঁড়িয়ে করা যায় কোনো কাজ?
কাজের ফাঁকেই আমি জরিপ করে নিয়েছি চোখে
তোমার চাবুকের মাপ।
ঈশ্বর! তোমার চাবুক সরাও!
‘ লাইফার ‘ আমি জেনে গেছি আজ
আমার অহেতুক জন্ম নেবার শাস্তি;
চারপাইয়ে ওঠার আগে ইস্তক
কাজ করে যেতে হবে আমায় নিরবধি।
তোমার কারাগারে এক সুশৃঙ্খল বন্দী,
শৃঙ্খলাবদ্ধ আমি শিখে গেছি শৃঙ্খলের ভাষা।
বেড়ির ঝনঝনানির সুর আমার গানে।
আহ ঈশ্বর! তোমার চাবুক সরাও!
তোমার চাবুকের ভয় পাই না আমি আর;
কবেই ভেঙে গ্যাছে ভয়ের বরফ শীতল পাহাড়।
শুধু ভয় হয়, কবে কোনদিন
তোমার চাবুক কেড়ে নিয়ে
তোমাকেই না আঘাত করে ফেলি;
সেদিন সিংহাসনচ্যূত হবে তুমি।
মনের গোপনে রাখা ভালোবাসায় আসনে
আজন্ম লালিত তুমি চ্যূত হলে,
ব্যথা পাবো আমি তোমার থেকেও বেশী।
তবে কেন এই রেষারেষি?
ঈশ্বর শেষবারের মতো অনুরোধ করি…
তোমার চাবুক সরাও!
যাও, অন্য কোথাও যাও।