মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৩
বিষয় – বাসন্তীপূজা / সংযোগ / রামনবমী
বোবা টেলিফোন
বোবা টেলিফোন আগলে বসে আজও প্রতীক্ষায় কেউ,
যদি কখনো হয় সংযোগ স্থাপন।
হয়তো কোথাও কোনো সূক্ষ্ম তারে হয়েছে ব্যাঘাত,
মন মানে না যে তা আজ অতীত।
জমেছে তাতে বহু কালের পলির প্রলেপ,
জং পড়েছে তার সকল কলকব্জায়।
তারগুলোও আজ নেই এতটুকু অক্ষত,
শুধু খোলসটাই পড়ে আছে অসাড়।
প্রগতির দৌড়ে জীবন ছোটে,
মুঠোফোনে দৈনন্দিন কড়চা।
হাসি- কান্না, সুখ- দুঃখ, প্রেম- বিরহ,
হচ্ছে বিনিময় কতক অনুভূতির ছবির মোড়কে।
আপন খাঁচায় হৃদয় গুমড়ে মরে,
অনুভূতিগুলো সবই মৃত শব,
সাজানো আছে থরে থরে।
মনের সাথে কায়ার সংযোগ,
তাও বিচ্ছিন্ন, ছিঁড়েছে যে মনোবীণা,
শুধু রাখা আছে সুদৃশ্য কাঁচের ঘরে,
সোনার শিকল বন্দী করে।
নেই কায়ার সাথে ছায়ার সংযোগ,
নেই মন মননের চেতনের যোগাযোগ।
যন্ত্র মানব যন্ত্রের ভাষা শেখে,
মন মগজকে সাজিয়ে রেখে তাকে।
সেই ভাষাতেই পোশাকি ভাব বিনিময়,
সম্পর্ক তাই আজ প্রাগৈতিহাসিক।
কিছু ম্যামথ যদিও আজও বেঁচে,
তাদের ভাষা বড়োই অবোধ ঠেকে।
তাই বোবা টেলিফোন বোবা হয়েই থাকে।।